April 4, 2025, 1:11 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

শেখ হাসিনা গণহত্যা করে গণশত্রুতে পরিণত হয়েছে : প্রিন্স

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, November 9, 2024
  • 85 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সলেহ প্রিন্স বলেছেন, শেখ হাসিনা গণহত্যা করে গণশত্রুতে পরিণত হয়েছে, যে কারণে নিজের ছবি দিয়ে মিছিল করাতে ভয় পাচ্ছেন। নিজের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিজের ছবির পরিবর্তে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে মিছিল করে, নিজেদের কর্মী দিয়ে সেই মিছিলে হামলা চালিয়ে, নিজেদের লোক দিয়ে হামলার ছবি তুলে তা ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানোর কথা বলে শেখ হাসিনা নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছেন।

তিনি বলেন, জনগণ বিপ্লবের মধ্যদিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। এখন সব কুল হারিয়ে হাসিনা নতুন ষড়যন্ত্রের মাধ্যমে আবার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে চাচ্ছেন, যেটা কখনোই সম্ভব নয়।
শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল পূর্ব গণজমায়েতে এসব কথা বলেন প্রিন্স।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণজমায়েতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বক্তব্য রাখেন।

ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পতাকা, ব্যানার, ফেস্টুন, ঢাক-ঢোল নিয়ে গণমিছিলে যোগ বৃহৎ গণ মিছিলের পরিণত করেন।কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স আরও বলেন, ৭ নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব সাধিত হয়েছিল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও তাঁবেদার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এই দিনে আমরা শপথ নিচ্ছি আর কোনো তাঁবেদারের স্থান বাংলাদেশে হবে না। বাংলাদেশের ইতিহাস থেকে ৭ নভেম্বরকে কেউ মুছে দিতে পারবে না।

সকলকে আওয়ামী ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থেকে ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102