লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
১৮ অক্টোবর, সকাল ৯. টায় ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ, সুনামগঞ্জে শেখ রাসেল দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। এরপর জেলা পর্যায়ের বিভিন্ন সরকার বেসরকারি দপ্তর, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় পুলিশ সুপার, সুনামগঞ্জ মোহাম্মদ এহসান শাহ; উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ মোহাম্মদ জাকির হোসেন; গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ৯ টায় শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ হতে জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ এসে শেষ হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ অর্থ সম্পাদক ইশতিয়াক শামীম, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী