নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় শিশু আরাফাতকে চাপা দিয়ে চলে গেল বালুবাহী ট্রাক। এ ঘটনার পরপরই এলাকার মানুষ সড়ক অবরোধ করে রাখেন।শনিবার বিকালে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরাফাত (৭) দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা মো. সোহেল মিয়ার ছেলে। সে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিশু শ্রেণিতে পড়ত।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পার্শ্ববর্তী একটি বাড়িতে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় আরাফাত। পড়া শেষে হেঁটে বাসার দিকে ফিরছিল সে। এই সময় তার বাড়ির সামনে ইন্দ্রপুর এলাকায় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
আরাফাতের বাবা মো. সোহেল মিয়া বলেন, প্রাইভেট পড়ে আমার ছেলে রাস্তার এক সাইড দিয়েই বাড়ি আসছিল। ট্রাক ডাবল ওভারটেক করতে গিয়ে আমার ছেলের উপরে তুলে দেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে দুর্গাপুর থানার এসআই মো. সাদেকুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লোকজন মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আমরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছি। তাছাড়াও ঘাতক ট্রাকটি আটকের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।