বিনোদন ডেস্ক:
শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের শুটিং করছিলেন এ জুটি। ‘হাউ সুইট’ নামে এ ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন কাজল আরেফিন অমি।
সহশিল্পী তাসনিয়া ফারিণকে নিয়ে গত শুক্রবার নারায়ণগঞ্জের জিন্দাপার্কে শুটিংয়ে অংশ নেন অপূর্ব। সেখানে স্কুটি চালানোর একটি দৃশ্য করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এসময় তাদের সঙ্গে পাভেল নামে আরও এক অভিনেতা ছিলেন। বর্তমানে শঙ্কামুক্ত এ দুই অভিনয়শিল্পী।
গুরুতর কিছু না হওয়ায় সেদিনই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে যান তারা। নির্মাতা তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানান, অভিনয়শিল্পীরা বাসায় আছেন ও সুস্থ আছেন।
অমি বলেন, অপূর্ব ভাই কবজিতে ব্যথা পেয়েছেন, ফারিণের হাত পা একটু ছিলে গেছে। তার জখম একটু বেশি হয়েছে। তবে এখন দুজনই বিশ্রামে আছেন। আশা করি অভিনয়শিল্পীরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। শিগগিরই আমরা তাদের নিয়ে শুটিংয়ে ফিরতে পারব।
তিনি আরও বলেন, আমাদের শুটিং প্রায় শেষ পর্যায়ে। আর তিন দিন কাজ করলেই হয়ে যেত। আমরা ১৩ দিন শুটিং করেছি। যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন আমরা একটি বাজারের শেট বানিয়ে শুটিং করছিলাম। বিশাল এ শেটে মোট ৮৬ জন মানুষকে দেখা যাবে। এখানে দোকানদার, অতিথি শিল্পীসহ অনেকেই থাকবেন। এরকম ব্যয়বহুল একটি শেট নির্মাণ করতে হবে আবার।’