ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার:
আজ মঙ্গলবার ৪ অক্টোবর ৮ টায় সময় কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব-২০২২ উপলক্ষে খুলনার খানজাহান আলী থানাধীন আটরা মধ্যপাড়া সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন।
কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় পূজামন্ডপ পরিদর্শনকালে সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং উৎসবমুখর পরিবেশে সকলকে পূজা উদযাপনের জন্য আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোসাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) আব্দুর রহমান, ডেপুটি পলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান, সহকারি পুলিশ কমিশনার আবু জাফর (দৌলতপুর জোন) খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান।