April 3, 2025, 4:06 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

শহিদ পরিবারকে আমন্ত্রণ জানাতেই হবে এমন কোনো নির্দেশনা নেই: ডিসি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, April 2, 2025
  • 21 দেখা হয়েছে

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় ঈদের রাতে জেলা প্রশাসকের বাসভবনে আয়োজিত নৈশভোজ থেকে ছাত্র আন্দোলনে শহিদ পরিবারগুলোকে বঞ্চিত করার ঘটনা ঘটেছে। এতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ সুধীমহলে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও শহিদ পরিবারের জন্য সরকারি কোনো নির্দেশনা নেই- এমন মন্তব্য করেছেন জেলা প্রশাসক।

এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, শহিদ পরিবারকে সব জায়গাতে আমন্ত্রণ জানাতেই হবে- সরকারের এমন কোনো নির্দেশনা নেই। তবে ঈদের নামাজে শহিদদের জন্য দোয়া করা হয়েছে। আমরা সমালোচনার ঊর্ধ্বে নই। মানুষ সমালোচনা করেই যাবে। আমরা আমাদের কাজ করেই যাব।

জেলা প্রশাসনের চিরচারিত প্রথা অনুযায়ী সোমবার ঈদের রাতে মাগুরা শহরের ইসলামপুরে জেলা প্রশাসকের সরকারি বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ জেলার নানা শ্রেণি-পেশার ব্যক্তিসহ ৩ শতাধিক অতিথি আপ্যায়নের আয়োজন করা হয়। যেখানে সন্ধ্যার পর থেকে তিন দফায় আপ্যায়িত হন আমন্ত্রিতরা। তার আগে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বাসভবনের প্রধান ফটকে উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিদের সাদরে অভ্যর্থনা জানান। অথচ এ সম্মাননা থেকে চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ পরিবারগুলোকে বঞ্চিত করা হয়েছে। এ ঘটনায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জেলা প্রশাসকের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। একইভাবে ক্ষোভ জানিয়েছেন শহিদ পরিবারের সদস্যরাও।

নৈশভোজে উপস্থিত মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের বলেন, যাদের কল্যাণে আমরা নতুন পরিবেশ পেলাম, তিনিও ডিসি হতে পারলেন; অথচ সেই শহিদ পরিবারগুলোকে তিনি বঞ্চিত করেছেন। তাদের সম্মান জানানো উচিত ছিল। জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আমতা আমতা করে জবাব দিয়েছেন।

মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুর রহিম বলেন, বিগত ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। মাগুরাতে ১০ জন শহিদ হয়েছেন। যাদের আন্দোলনের সুফল ভোগ করছেন সাধারণ মানুষ। আমরাও দীর্ঘদিন পর একটি স্বস্তির ঈদ উদযাপন করতে পেরেছি; কিন্তু জেলা প্রশাসকের নৈশভোজে শহিদ পরিবারগুলোকে নিমন্ত্রণ না জানানোর ঘটনা দুঃখজনক।

একই রকম প্রতিক্রিয়া জানিয়েছেন মাগুরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ হুসাইন। তিনি বলেন, শহিদ পরিবারগুলোকে না দেখে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। ‘অনেক দূর থেকে আসতে হবে, অতিরিক্ত খরচ হবে’-এ বিষয়টি মাথায় রেখেই তাদের নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি এমন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ডিসি।

ছাত্র আন্দোলনে শ্রীপুরের শহিদ সোহানের মা সুফিয়া বেগম বলেন, ডিসি সাহেব আমার কোনো খোঁজ নেননি। আমাকে কিংবা আমার পরিবারের কাউকে ঈদে যেতেও বলেননি।

অন্যদিকে মহম্মদপুরের শহিদ আহাদের বাবা ইউনুস শেখ বলেন, মাত্র দশটি শহিদ পরিবার। আমাদের আমন্ত্রণ জানালে সেখানে যেতে কোনো সমস্যা হতো না। গেলে ভালোও লাগত।

শহিদ আসিফ ইকবালের বাবা আবদুর রাজ্জাক বলেন, অনেককে নিয়ে ডিসি নৈশভোজের আয়োজন করলেন। আমাদের জানালেন না। এটি শহিদদের অবমূল্যায়ন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102