হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে
জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ৪৬তম জেনেরেলি আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ করেছেন জার্মানি প্রবাসী বাংলাদেশি শিব শংকর পাল। রোববার (৯ অক্টোবর) আঠারো হাজার তিনশত বাইশ জন প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিয়ে ৪২.২ কিলোমিটার দৌড়ে অংশ নেন তিনি। এটি তার ব্যক্তিগত ক্যারিয়ারের ১১৯তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়া।
ঐতিহাসিক এ ম্যারাথন দেখতে শহরের বিভিন্ন স্থানে জড়ো হয়েছিলেন হাজার হাজার দর্শনার্থী। ৪২ দশমিক ২ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন অলিম্পিয়া স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থাম ঘুরে আবার অলিম্পিয়া স্টেডিয়ামে এসে শেষ হয়। বাংলাদেশের নবাবগঞ্জে জন্মগ্রহণ করা শিব শংকর পাল ৪২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘপথ দৌড় শেষ করেন ৩ ঘণ্টা ৪৪ মিনিটে।
জার্মানি প্রবাসী শিব শংকর পাল পৃথিবীর বিখ্যাত প্রায় সব ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। নেপালের হিমালয় পাহাড়ে অনুষ্ঠিত পৃথিবীর কঠিনতম ম্যারাথন খ্যাত এভারেস্ট ম্যারাথনেও বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়িয়েছিলেন তিনি। তিনিই একমাত্র বাংলাদেশি, যিনি আন্তর্জাতিক ম্যারাথনে শতাধিকবার অংশগ্রহণের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১১৯টি ম্যারাথনে বাংলাদেশের পতাকা উড়াতে পেরে উচ্ছ্বসিত শিব শংকর পাল।
৫৭ বছর বয়সী শিব শংকর পাল জার্মানির মিউনিখ শহরের একজন সফল ব্যবসায়ী। ১৯৯৯ সালে জার্মানির মিউনিখে পাল ইলেকট্রনিকস নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি মিউনিখ শহর কর্তৃপক্ষ থেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে পুরস্কারপ্রাপ্ত। ২০১৯ সালে জার্মানির বিখ্যাত টিভি চ্যানেল ‘জেডডিএফ’ শিব শংকর পালের সফলতা নিয়ে বিশেষ ডকুমেন্টারিও প্রচার করে।