মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন থেকে
দেশে-বিদেশে যুব সমাজকে শাহারপাড়া যুবসংঘের মতো নিবেদিত হয়ে কাজ করতে হবে। শান্তিময়, নিরাপদ ও উন্নতশীল দেশ গড়তে এরকম সংগঠন ও সচেতন নাগরিকদের মিলেমিশে একযোগে কাজ করতে হবে।
লন্ডনে গ্রেটার শাহারপাড়া যুব সংঘের অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটের স্পিকার কাউন্সিলর শাফি আহমদ এসব কথা বলেন।
৪ অক্টোবর মঙ্গলবার পূর্বলন্ডনের একটি হলে গ্রেটার শাহারপাড়া যুব সংঘের সার্বিক তত্ত্বাবধানে ঝাঁকজমকপূর্ণ এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল ছোবহান কামালী। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান। বিশেষ অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, কমিউনিটি ও রাষ্ট্রের উন্নয়নে শাহারপাড়া যুব সংঘের মতো সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সংগঠনটি শিক্ষা উন্নয়ন ও মানবতার কল্যাণে অনন্য ভূমিকা পালন করছে। যুক্তরাজ্য ও বাংলাদেশে গ্রামীণ জনপদে বিশেষ করে তাদের নিজ গ্রামে বিভিন্ন জনহিতকর প্রজেক্ট বাস্তবায়নে এ সংগঠনের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ার আব্দুর রহিম কামালী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অ্যাসিসটেন্ট ট্রেজারার আব্দুল আওয়াল কামালী ও অ্যাসিসটেন্ট সেক্রেটারি শাহ আলম কামালী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিতু মিয়া কামালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্কটল্যান্ডের আবেরডিন সিটি কাউন্সিলের কাউন্সিলর নুরুল হক আলী, রোয়াব উদ্দিন, কাউন্সিলর ইকবাল হোসেন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মতিয়ার চৌধুরী, নিউহাম কাউন্সিলের কাউন্সিলর সাবিয়া কামালী, ইস্টবন কাউন্সিলের কাউন্সিলর হারুন মিয়া, অধ্যাপক সাজিদুর রহমান, ইলিয়াস হোসেন, গোলাম আহমদ শামীম, কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর আহমাদুর রহমান, কাউন্সিলর বেলাল আহমদ প্রমুখ।
গ্রেটার শাহারপাড়া যুব সংঘের সার্বিক তত্ত্বাবধানে বার্ষিক অ্যাওয়ার্ড গিভিং অনুষ্ঠান শিক্ষা উন্নয়ন ও মানবকল্যাণে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য ৩টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত গুণীরা হলেন
দ্য ইউকে জিএসপিজেএস সিনিয়র সিটিজেন অ্যাওয়ার্ড পেলেন ৮ জন গুণী। তারা হলেন- মনোহর মিয়া কামালী, হাবিবুল হক কামালী, শেখ এম এ খালিক, নজরুল হক এবং মরণোত্তর অ্যাওয়ার্ড পেয়েছেন রাফি শাহ কামালী, সিরাজ উদ্দিন, আব্দুল মছব্বির ও রফু মিয়া।
দ্য ইউকে জিএসপিজেএস কমিউনিটি গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন ৪ জন। তারা হলেন- আখতার মিয়া কামালী, তৈয়ব মিয়া কামালী, নাসির উদ্দিন কামালী ও মুহাম্মদ শাহেদ রাহমান।
দ্য ইউকে জিএসপিজেএস কমিউনিটি সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ১টি সামাজিক প্রতিষ্ঠান ও ১০ জন কমিউনিটি ব্যক্তিত্ব। তারা হলেন- আতাউর রহমান, সিতু মিয়া কামালী, আব্দুল আওয়াল কামালী, হাবিবুল হক কামালী, আবুল বশর কামালী, ফেরদৌস কামালী, মিজানুর রহমান কামালী, সায়েক কামালী, আনসারুল হক কামালী সুয়েবুর রহমান কামালী এবং প্রজন্ম শাহারপাড়া ইউকে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যুক্তরাজ্য, স্কটল্যান্ড, সুইডেন ও অন্যান্য দেশে বসবাসরত গ্রেটার শাহারপাড়ার সচেতন নাগরিক, যুবসংঘের সদস্য, আমন্ত্রিত অতিথি, রাজনীতিবিদ, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।