December 22, 2024, 2:59 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, December 11, 2024
  • 18 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:লক্ষ্মীপুরে গ্রীণ লিফ ফিলিং স্টেশনে আবারও বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আবুল কালাম (২১) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩ জন।

আজ বুধবার ভোরে লক্ষ্মীপুরের মুক্তিগঞ্জ এলাকার গ্রীণ লিফ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নোয়াখালী ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। তবে এতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

নিহত কালাম পেশায় রং মেস্ত্রী। তিনি পৌর শহরের সাহাপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে।

আহতরা হলেন- নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০), স্থানীয় সাহাপুর গ্রামের বাসিন্দা নাইম (২৪)।

এর আগে গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অপর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ও ৯ জন আহত হন। দুই মাসের ব্যবধানে একই ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় গ্রীণ লিফ সিএনজি ফিলিং স্টেশনে ভোরে আল মদীনা নামক লোকাল বাস গ্যাস রিফিলের জন্য যায়। হঠাৎ বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থলে একজনের মাথার খুলি উড়ে গিয়ে নিহত হন। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, বিস্ফোরণে একজনের মাথার খুলি উড়ে গিয়ে মারা গেছেন। এছাড়া আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।

গ্রীণ লিফ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন বলেন, ‘এ বাসটিরও সিলিন্ডার ত্রুটিযুক্ত ছিল তাই বিস্ফোরণ ঘটেছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও একই ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেটির মামলা চলমান রয়েছে।’

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102