July 9, 2025, 4:45 pm
ব্রেকিং নিউজ
শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

রৌমারীতে দুগ্রুপে সংঘর্ষে পুলিশসহ আহত ১৭

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, February 11, 2025
  • 36 দেখা হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

রৌমারীতে জমি দখলকে কেন্দ্র করে পুলিশের সামনে দুগ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘষের্র ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারী-পুরুষ ও পুলিশসহ ১৭ জন আহত হয়েছেন। আহতদের রৌমারীর রাজীকপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষে পালটাপালটি মামলার প্রস্তুতি চলছে।

মঙ্গলবার সকালে যাদুরচর ইউনিয়নের ধনার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, দীর্ঘ ১৭ বছর ধরে যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিমপাড়া গ্রামের তমুর উদ্দিনের ছেলে আবুল হোসেনের সঙ্গে একই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে নুরুল ইসলামের সঙ্গে জমি নিয়ে আদালতে পালটাপালটি মামলা মোকদ্দমা চলে আসছিল।

মঙ্গলবার সেই বিরোধপূর্ণ জমিতে আবুল হোসেনের পক্ষের শতাধিক ভাড়াটিয়া লোকজন অতর্কিতে বিরোধপূর্ণ জমিতে ঢুকে শরিষা তুলে বাড়িতে নিয়ে যাচ্ছিল। এ অবস্থা দেখে নুরুল ইসলামের লোকজন ৯৯৯ নাম্বারে ফোন দিলে সত্যতা যাচাইয়ের জন্য এসআই খুকীন, কনস্টেবল রাসেদ ও সোহেল ঘটনাস্থলে যান।

এ সময় পুলিশের সামনে নুরুল ইসলামের পক্ষের লোকজন বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এবং তাদের অবরুদ্ধ করে রাখে।

ঘণ্টাব্যাপী তারা লাঠিশোটা, দা, কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্রশস্ত্রসহ আক্রমণ চালায়। খবর পেয়ে এসআই শাহাদৎ হোসেনসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের নারী-পুরুষ ও পুলিশসহ ১৭ জন আহত হন। আহতদের স্থানীয়রা রৌমারী ও রাজীবপুর হাসপাতালে ভর্তি করেন।

গুরুতর আহতরা হলেন, শহিদুল, রিতা, শেফালী, বাচিরন, রাবেয়া, শাহাদৎ হোসেন, মুন্টু মিয়া, রোকেয়াসহ ৭ জন।

রৌমারীর দায়িত্বরত চিকিৎসক আরিফুর রহমান বলেন, তাদের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে রৌমারী থানায় পালটাপালটি মামলার প্রস্তুতি চলছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, এখন পর্যন্ত দুপক্ষের কেউ অভিযোগ করেননি। অবিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102