March 13, 2025, 7:06 pm
ব্রেকিং নিউজ
শনিবার ২ কোটি ২৬ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি আছিয়া আর নেই জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ

রৌমারীতে আ.লীগের নামে ওএমএসের চাল তুলেন বিএনপি নেতারা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, January 31, 2025
  • 25 দেখা হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের রৌমারীতে সরকারি ওএমএস চাল বিতরণে ব্যাপক অনিয়ম দেখা গেছে। আওয়ামী লীগের নাম ব্যবহার করে চাল তুলে অন্যত্র বিক্রি করে পকেট ভারি করছেন বিএনপি নেতারা ও সরকারি ৩০ টাকা কেজি দামের চাল প্রকৃত ভোক্তা না পাওয়ার অভিযোগ উঠেছে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের ওএমএস কার্যক্রম শুরু হয় ৬ জন ডিলারের মাধ্যমে। একজন ডিলার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ টন চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি করবেন।

সিডিউল অনুযায়ী, ২টি বিক্রয় কেন্দ্র প্রতিদিন ভোক্তার কাছে ৫ কেজি হারে চাল বিক্রি করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৬ ডিলারের মধ্যে ছয়জনই আওয়ামী লীগের নেতা। ওএমএস কার্যক্রম উদ্বোধনের দিন আওয়ামী লীগ নেতা রফিকুল ঠিকাদার ডিওর চাল তুলতে গুদামে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।

বাকি ৫ জন ডিলারও গ্রেফতারের ভয়ে খাদ্যগুদামে যান না। এই সুযোগকে কাজে লাগিয়ে বিএনপির একাধিক নেতা ডিলারদের সঙ্গে যোগসাজোশ করে খাদ্যগুদামে আওয়ামী লীগ নেতার নামে ডিও জমা দিয়ে চাল তুলতে থাকেন।

অপরদিকে ওএমএস চাল সরকারি বিধি মোতাবেক বিক্রি করার কথা থাকলেও ভোক্তার কাছে তা বিক্রি না করে গোপনে মিলারদের কাছে ৪২ টাকায় বিক্রি করছে। মিলার সেই চাল পুনরায় খাদ্যগুদামে ৪৭ টাকা কেজি দরে সরকারের কাছে বিক্রি করছে।

স্থানীয় কয়েকজন ভোক্তা বৃহষ্পতিবার বেলা ১২টার দিকে ওএমএস চাল নিতে গিয়ে দোকান বন্ধ পাওয়ায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের সামনে জড়ো হন।ভোক্তারা আমাদের প্রতিনিধিকে জানান, আওয়ামী লীগের নাম ব্যবহার করে বিএনপি নেতারা চাল তুলে অন্য জায়গায় বেশি দামে বিক্রি করে, এদিকে আমরা ওএমএসের চাল কিনতে পাই না।

রৌমারী উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির নেতা রাজু আহমেদ বলেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে এসব অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওএমএস কার্যক্রমের তদারককারী একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ওএমএসের বিষয়ে আমরা কিছু জানি না।রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান বলেন, এ ঘটনা জেনেছি। এর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102