ঢাকা:সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রিকশাচালকরা।রোববার সকাল ১০ টায় অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া হাইওয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়। সড়ক স্বাভাবিক করতে আন্দোলনরত রিকশাচালকদের ধাওয়া করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
চলে ধাওয়া পালটা ধাওয়া। এসময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে অটোচালকরা। এ হামলায় বাসযাত্রীসহ আহত হয় অন্তত ১৫ জন।
এদিকে দনিয়া ও ড. মাহবুবুর রহসান কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থী খবর পেয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হয়ে রিকশাচালকদের ধাওয়া দেয়। একপর্যায়ে রিকশাচালকরা সড়ক ছেড়ে পালিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল ৯টা থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার, কোনাপাড়া, শনিরআখড়াসহ বিভিন্ন এলাকায় অটোচালকরা যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলারপাড় এসে জড়ো হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক,যাত্রাবাড়ী-ডেমরা সড়ক,শহিদ ফারুক সড়কসহ বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছালেহ উদ্দিন যুগান্তরকে বলেন, রিকশাচালকরা সকাল ১০টার দিকে চৌরাস্তার মোড়ে সড়ক বন্ধ করে বিক্ষোভ করে। পরে পুলিশের পক্ষ থেকে রিকশাচালকদের সড়ক থেকে সরে যেতে বলা হয় কিন্তু রাজি হয়নি তারা। এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা কিছু দুষ্কৃতকারী বিভিন্ন যানবাহন ভাঙচুর করে। হামলায় কয়েকজন যাত্রী আহত হয়। পুলিশ বাধা দিলে তারা পুলিশকেও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।