April 3, 2025, 2:22 am
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

রাশেদ হত্যা ও ইজিবাইক চুরি মামলার মূল হোতা সালাম গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, July 9, 2023
  • 89 দেখা হয়েছে

ইমরান মোল্লা:

র‌্যাব-৬ এর অভিযানে চাঞ্চল্যকর রাশেদ হত্যা ও ইজিবাইক চুরি মামলার মূল হোতা সালাম গ্রেফতার।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকার ভিকটিম রাশেদ উদ্দিন(২৫) ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সে প্রতিদিনের ন্যায় গত ০২ মার্চ ২০২৩ তারিখ সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরের দিন ০৩ মার্চ ২০২৩ তারিখ সকালে অভয়নগর থানা এলাকায় গলায় রশি পেচানো অবস্থায় ভিকটিমের মৃতদেহ পাওয়া যায়। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত ক্লুলেস হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত হত্যা মামলায় জড়িত একজন আসামীর নাম ঠিকানা ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৫ মার্চ ২০২৩ তারিখ র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত থাকা আসামি মোঃ বেল্লাল হোসেন(৪২), থানা-শালিকা, জেলা-মাগুরাকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ভিকটিমের ইজিবাইকটি উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। সে তার জবানবন্দিতে অত্র মামলার ঘটনায় সে সহ আসামী মোঃ আব্দুস সালাম(২৫) ও অন্যান্য আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। তার প্রদত্ত তথ্য বিশ্লেষন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র মামলার ঘটনায় আসামী আঃ সালাম এর জড়িত থাকার বিষয়ে র‌্যাব এর আভিযানিক দল নিশ্চিত হয়।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ জুলনাই ২০২৩ তারিখ র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আব্দুস সালাম(২৫), থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যা কান্ড ও ইজিবাইক চুরির ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। সে আরো স্বীকার করে যে, অত্র মামলার আটককৃত আসামী মোঃ বেল্লাল হোসেনসহ আরো কয়েকজন মিলে বিভন্ন সময় যশোর জেলাসহ বিভিন্ন জেলায় ইজিবাইক চুরি করে বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃত আসামীকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই যশোরের নিকট হস্থান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102