কাজী মহিউদ্দিন মঈন:
লক্ষ্মীপুরের রামগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও পুরস্কার বিতরণী কর্মসূচি পালিত হয়েছে হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে বিকেল ৪টায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে পুরস্কার (ক্রেষ্ট), সনদপত্র ও বিভিন্ন অঙ্কের চেক প্রধান করা হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে ও রামগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর এল,ই,ও ইশরাত জাহান এর সঞ্চালনায় এবং প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রাকিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রায়হান হোসেন, লক্ষ্মীপুর জেলা ডেইরী এ্যাসোসিয়েসনের সভাপতি আনোয়ার হোসেন সেলিম, রামগঞ্জ উপজেলা ডেইরী এ্যাসোসিয়েসনের সাধারণ সম্পাদক মোরশেদুল আমিন বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারী, শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ।
মেলায় প্রদর্শনীর মধ্যে ছিল, উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, শৌখিন পাখি, প্রাণি প্রযুক্তি, দুগ্ধজাত পণ্য এবং বিভিন্ন উৎপাদিত মাংস প্রক্রিয়াজাত পণ্যের স্টল।