রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে অনশন করছেন উর্দু বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনে বসেছেন তারা।
শিক্ষার্থীরা জানান, পরীক্ষার ফল বিপর্যয়ের সমাধান না হওয়ায় আমরা অনশনে বসেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০ থেকে ১২ বার আশ্বাস দিয়েও এ সমস্যার সমাধান করেনি। সর্বশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নভেম্বর মাস পর্যন্ত সময় নিয়েছিলো। কিন্তু এখন ডিসেম্বর মাস। এখনো কিছুই সমাধান হয়নি।
তাদের অভিযোগ, পরীক্ষা আগে নানাভাবে আমাদের মানসিক নির্যাতন করা হয়েছিলো। কিন্তু সেটা যে পরীক্ষা ফলাফলে প্রভাব ফেলবে, সেটা কখন ভাবিনি। তাই পরীক্ষার ফল প্রকাশের পর আমরা প্রাপ্য ফলাফল পাইনি। এখন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।
বিভাগের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন বলেন, তাদের ফলাফল প্রাতিষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও বিভাগের নীতিমালা অনুযায়ী একবার ফলাফল প্রকাশিত হলে সেটা আর পরিবর্তন হয় না। এটা তারা কেন বুঝতেছে না, বুঝি না।
এরআগে, গত আগস্টে বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশিত হয়। কিন্তু কাক্সিক্ষত ফলাফল না পেয়ে ক্ষুব্ধ হয়ে সেদিনই সভাপতির কক্ষে তালা ঝুলিয়ে দেন তারা। পরবর্তীতে ফল পুনর্মূল্যায়নের দাবিতে ক্লাস বর্জনসহ আন্দোলন করেন এই শিক্ষার্থীরা। এনিয়ে নিজ বিভাগ ও ছাত্র উপদেষ্টার সাথে কয়েক দফায় আলোচনায় বসেন তারা।