July 9, 2025, 11:06 am
ব্রেকিং নিউজ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা খুলনা প্রেসক্লাব থেকে বেরিয়ে শুনি প্রেস সচিব অবরুদ্ধ: ফয়েজ আহম্মদ

রাত-দিন শুয়ে বসে থাকতে ইচ্ছে হয় যে ভিটামিনের অভাব হলে

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, June 25, 2025
  • 16 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
আজকের ব্যস্ত সময়ে দুই মিনিট বসে থাকার উপায় নেই। অথচ শরীর-মনজুড়ে ক্লান্তি আর ক্লান্তি। অনেকের সকালে অফিস যেতে অনীহা, বাড়ির কাজকর্মে অনীহা, নতুন কিছু করা বা শেখার আগ্রহেও অনীহা। সব কিছুতেই আগ্রহ তলানিতে গিয়ে ঠেকেছে। শরীর ও মনে যেন কোনো শক্তিই নেই। এসব সমস্যা কিছু খারাপ অভ্যাসের কারণেই হয়, তা কিন্তু নয়। বরং এই আলসেমির নেপথ্যেও রয়েছে অন্য কারণ। আর এ সমস্যার সমাধান দিচ্ছে দুই ধরনের ভিটামিন।

চিকিৎসকরা বলছেন, অলসতা সবসময় ইচ্ছাকৃত নয়—অনেক সময় দুই ধরনের ভিটামিনের ঘাটতির কারণে এমনটি হতে পারে।

অনেকের সকালে ঘুম থেকে ওঠার পরও শরীর চাঙা লাগে না, কোনো কাজেই উৎসাহ পান না। দিনভর শুয়ে-বসে থাকতে মন চায়। এমন সমস্যায় ভুগছেন অনেকেই।

চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত আলস্য, ক্লান্তি ভাব বা ঝিমুনির কারণ কিন্তু ভিটামিনের অভাব। শরীরে ভিটামিন ও খনিজের নির্দিষ্ট ভারসাম্য আছে। তা ঠিক না থাকলে পেশির ক্লান্তি বাড়ে। শরীরের দুর্বলতাও বাড়ে।

দুই ধরনের ভিটামিনের ঘাটতিতে এমন হয়

ভিটামিন ডি ও ভিটামিন বি১২-এর ঘাটতির কারণে এমন হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

ভিটামিন ডি-র অভাব হলে ক্লান্তি, ঝিমুনি ও শারীরিক দুর্বলতা অনেক বেড়ে যায়। হাড়, ত্বক, চুল, নখ, মানসিক স্বাস্থ্য অর্থাৎ শরীরের সামগ্রিক সুস্থতার জন্য ভিটামিন ডি-র মাত্রা ঠিক থাকা জরুরি। ভিটামিন ডি-র অভাব হলে হাড় ক্ষয়ে যাওয়া এবং হাঁটুতে ব্যথার মতো সমস্যা দেখা যায়।আবার ভিটামিন বি১২-এর ঘাটতি হলেও ক্লান্তি বেড়ে যায়। অনিদ্রার সমস্যা দেখা দেয়। এই ভিটামিনের অভাবে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ে। মানসিক রোগের কারণও হতে পারে ভিটামিন বি১২-এর ঘাটতি। এছাড়া হাত-পা কাঁপা, পেশির অসাড়তা, পেশিতে টান ধরা ও ঝিমুনি ও মাথা ঘোরার মতো লক্ষণও দেখা দিতে পারে।

চিকিৎসকরা আরও বলছেন, অলসতা কাটাতে হলে জীবনযাপনে কিছু প্রয়োজনীয় বদল আনতে হবে। ভিটামিন সমৃদ্ধ সুষম খাবার খেতে হবে। সেইসঙ্গে পর্যাপ্ত পানি পান, রাতে ৭-৮ ঘণ্টা ঘুম এবং প্রতিদিন নিয়ম মেনে শরীরচর্চা করাও জরুরি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102