সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড রায়গঞ্জ উপজেলায় জাল টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ ওঠেছে সদস্য প্রার্থী সুমন সরকারের বিরুদ্ধে। এছাড়াও ছোট কোরআন শরীফ হাতের মধ্যে রেখে কৌশলে ভোটারদের কাছে প্রতিশ্রুতি নেয়া হয়েছে।
এ ঘটনাটি এখন টক অব দ্য জেলায় পরিণত হয়েছে। জেলা পরিষদ নির্বাচন শেষে জাল টাকা দিয়ে কৌশলে প্রতারণা করে ভোট ক্রয় করে বিজয়ী হয়েছেন সুমন সরকার এমন অভিযোগ তুলেছেন ৭ ইউপি সদস্য।
অবশ্য নির্বাচনের পর ইউপি সদস্য ভোটারার নকল টাকা চালাতে না পেরে তারা ওই জাল টাকা নিয়ে প্রার্থীর কাছে গেলে তিনি উল্টো পুলিশের ভয় দেখিয়ে তাড়িয়ে দেন।
অভিযুক্ত প্রার্থী সুমন সরকার রায়গঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য পদে (বৈদ্যুতিক পাখা প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এছাড়া যে জাল টাকা দিয়েছে সেও অপরাধী। তেমনি যে নিয়েছে সেওতো অপরাধী।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. ফারুকক আহাম্মদ জানান, জাল নোট দিয়ে ভোট কেনাবেচার বিষয়ে কেউই জানায়নি বা অভিযোগও দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত প্রার্থী সুমন সরকার অভিযোগ অস্বীকার করে জানান, এগুলো ভিত্তিহীন ও ভুয়া প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে।