December 22, 2024, 6:43 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

রাজস্থলীতে এইচপিভি  ভ্যাকসিন বিষয়ে কমিউনিটি লিডার সাথে এডভেকেসী সভা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, November 11, 2024
  • 62 দেখা হয়েছে
চাইথোয়াইমং মারমা স্টাফ প্রতিবেদক:
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্যােগের সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে জরাযু ভ্যাকসিন (এইচপিভি) টিকা বিষয়ে কমিউনিটি লিডার সাথে অরিয়েন্টেশন  একভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এভকোকেসী অরিয়েন্টেশন টেকনিকাল ট্রেনিং ট্রেনার হিসাবে  পরিচালনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সিবলী আহমেদ। উল্লেখ্য জরাযুমূখ ক্যান্সার রোগ বিষয়ের ডিসপ্লে স্লাইড মাধ্যমে এরোগ সর্ম্পকে লক্ষণ সমূহ ও এরোগের প্রতিরোধ চিকিৎসা প দ্বতি ধারণা প্রদান করা হযেছে। এবারে প্রতিপাদ্য  স্লোগান এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমূখ ক্যান্সাকর রুখে দিন। পার্বত্য চট্রগ্রাম সহ সারা বাংলাদেশের একযোগে এ এইচপিভি টিকা ১০-১৪ বছর কৈশোরীকে সরকারীভাবে গ্রামে গঞ্জে পাড়া ওর্য়াডে প্রাইমারী ও হাই স্কুলে পর্যায়ে ক্যাম্পিং মাধ্যমে স্বাস্থ্য কর্মীরা টিকা প্রদান করছেন। ইউএইচএফপিও ডা: সিবলী আজকে একদিনব্যাপী তৃনমূল পর্যায় কারবারী হেডম্যান, চেয়ারম্যান, পাড়াকর্মী শিক্ষা বিভাগের কর্মকর্তা পু্লিশ বিভাগে প্রতিনিধি সহ স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা এ এডভোকেসী অরিয়েন্টেশন সভাতে অংশগ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান/ হেডম্যান বাবু উথিনসিং মারমা হেডম্যান বাথোয়াই মারমা হেডম্যান প্রতিনিধিও সিনিয়ার সহসভাপতি সাংবাদিক চাইথোয়াইমং মারমা ইউপি চেয়ারম্যান প্রতিনিধি মে ম্বার মো: কামাল হোসেন, রাজস্থলী থানা এসআই সজল সহ বিভিন্ন মৌজা হতে হেডম্যান কারবারী সহ শিক্ষা কর্মকর্তা   স্বাস্থ্য কর্মচারী পাড়াকর্মী উপস্থিত ছিলেন। ট্রেনার ডা: সিবলী বলেন,আপনারা জনগনের পাশে থেকে এ জরাযুমূখ রোগ বিষয়ে গ্রামে গঞ্জে পাড়া ওর্য়াডে সচেতনতা বাড়াতে  ছড়িয়ে দিতে চাই। প্রতিটি কিশোরী ১০-১৪ বয়সে সকলে বিনামূল্য এইচপিভি টিকা আওতায় আনার আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।যাতে কোন কিশোরী পাড়া ওর্য়াডে তৃনমূল পর্যায় বিনামূল্য টিকা প্রদান ম্যাসেজ দিবেন। শুধু জন্মনিবন্ধন অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সহজে করা যাবে বলে এ তথ্য দেন। আবার কারো যদি কিশোরী  জন্মনিবন্ধন না থাকলে তারা এ এইচপিভি টিকা দেয়া যাবে শুধু আলাদা নাম তালিকা তৈরি করে অভিভাবক/ প্রতিবেশী  মোবাইল নাম্বারে রেফারেন্স এন্ট্রি  করলে নিকস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে যোগাযোগ করতে হবে। এরোগ জরাযু ক্যান্সার প্রতিবছর পাঁচ হাজার নারীরা মৃত্যুবরন করছে যা জরিপে দেখা যায়। তাই সকলে এ জরাযু ক্যান্সার রোগ সর্ম্পকে প্রতিটি নাগরিক প্রাথমিক সাধারণ লক্ষণ সমূহ জানতে হবে, নিজে এরোগ সচেতন হোন অন্যজনকে এরোগ সর্ম্পকে জানান। তিনি আরো বলেন,জরাযু ক্যান্সার টেষ্ট ভায়ো পরীক্ষা সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনামূল্য পরীক্ষা করা হয় বলে জানানো হয়। এটিকা দিলে কিশোরী নারী ৭০% প্রতিরোধ নিরাপদে থাকতে পারবে বলে ট্রেনিং এডভোকেসি অরিয়েন্টেশন সকল উদ্দেশ্য জানানো হয়।
শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102