চাইথোয়াইমং মারমা স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি :
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা মঙ্গলবার ( ২১ মে) সকাল ৮ টা হতে অনুষ্ঠিত হচ্ছে রাজস্থলী উপজেলা পরিষদের নির্বাচন ৩ টি ইউনিয়নের শান্তি শৃঙ্খলা পরিবেশের সাধারণ ভোটার রা নারী পুরুষ সহ কেন্দ্রে এসে ভোট দিচ্ছে । এতে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন, প্রতিদ্বন্ধিতা করছেন। রাজস্থলী উপজেলা সহকারি নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া বলেন, উপজেলার ৩ টি ইউনিয়নে ১৪ টি ভোট কেন্দ্রে ৬৪ টি বুথে সর্বমোট ২০ হাজার ৮ শত৬৮ জন ভোটার ভোট প্রদান করবেন। তৎমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫শত ৮৬ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ২ শত৮১ জন। তিনি আরোও বলেন, মোট ২ শত ৬ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিস এবং সহকারী পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করছেন।
রাজস্থলী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র জানান, প্রতিটি ইউনিয়ন এ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল দিচ্ছেন।
এদিকে সকাল ৮ টায় কুইক্যা ছড়ি সরকারি প্রাথমিক কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের উপস্থিতি নাই বললে চলে। সকাল সাড়ে ৮ টায় ইসলামপুর স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানেও ভোটার উপস্থিতি কম। এসময় ভোট দিতে আসা প্যারালাইসেস রোগী মাইকো খিয়াং বলেন, ভোট দিতে এসে খুব ভালো লাগছে। এসময় কথা হয় ভোট দিতে আসা ৯০ বয়সী ছালমা বেগমের সাথে। তিনিও বলেন, ভোট দিতে এসে
খুব ভালো লেগেছে।
এদিকে সকাল সাড়ে ৯ টায় ১ নংঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এসে দেখা যায়। মহিলাদের লাইনে কিছুটা ভোটার আছে, তবে পুরুষ লাইনে ভোটার কম। এসময় কথা হয় ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার করিম উদ্দিনের এর সাথে। তিনি জানান, সকাল ৯.৪৫ মিনিট পর্যন্ত প্রায় ২ শতের কাছাকাছি ভোট পড়েছে।
এদিকে পাহাড়ি অধ্যুষিত এলাকা লংগদু সকাল হতে মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উপজেলা নির্বাচন অফিসার অনিক বড়ুয়া গণমাধ্যম কে জানান,সকাল ৮ টায় হতে ৪ টায় পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এদিকে সরেজমিনে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নং ওর্য়াড কেন্দ্রের ভোট দিতে আসা প্রবীন সাবেকপ্রধান শি ক্ষক শিক্ষানুরাগী, ৯০, বছর বয়সী মংহলাঅং মাষ্টার বলেন, আমি সুন্দর পরিবেশের ভোট প্রয়োগ যোগ্য প্রার্থী ভোট দিতে পেরে আনন্দিত হয়েছি।