April 3, 2025, 8:00 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আক্রান্ত ৪, বাড়ছে আতঙ্ক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, July 24, 2023
  • 91 দেখা হয়েছে

রাবি প্রতিনিধি
দেশে ডেঙ্গু সংক্রমণ প্রকট। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে এ রোগের সংক্রমণ ও মৃত্যু। এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪ শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আবাসিক হলগুলোতে জ্বর নিয়ে কাতরাচ্ছেন অনেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেঙ্গু সচেতনতায় নির্দেশনা দিলেও সংশ্লিষ্টদের কার্যকরী কোনো পদক্ষেপ নেই। ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতির কথা বিবেচনা করে গত সপ্তাহে সভা ডেকে সচেতনতা বৃদ্ধিসহ বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে প্রত্যেক হল প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু এখন তারা কেন কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি, সেটা অবশ্যই জানতে চাইব।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের তথ্য মতে, গত ১০ দিনে প্রায় ১০০ ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। প্রতিদিন জ্বর নিয়ে অনেক শিক্ষার্থী হাসপাতালে আসছেন।

সেন্টারের পরিচালক ডা. তবিবুর রহমান শেখ জানান, অনেকে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত ক্যাম্পাসে ডেঙ্গু আক্রান্ত তেমন নেই। তবে এখনই সকলকে সচেতন হতে হবে। রাতে অবশ্যই মশারি টানিয়ে ঘুমাতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে মশা নিরোধক কার্যক্রম জরুরি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু সংক্রমণ রোধে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে হল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নসহ মশক নিরোধক কার্যক্রম পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সপ্তাহ গেলেও আবাসিক হলগুলোতে কার্যকরী কোনো পদক্ষেপ নেই।

শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যা হলেই মশার যন্ত্রণায় ক্যাম্পাসে থাকা মুশকিল। হলেও একই অবস্থা। অথচ হলসহ ক্যাম্পাসের বহু জায়গা ঝোপঝাড়ে ভড়া। নির্দেশনা থাকলেও সেগুলো পরিষ্কারের খবর নেই। এমনকি মশা নিরোধক কোনো অভিযানও তেমন হয়নি।

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. হাসনা হেনা জানান, সেদিন সভায় সকল হলের প্রাধ্যক্ষ উপস্থিত ছিলেন। এখন এক সপ্তাহ পরেও সবাই কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি, সেটা আমি জানি না। তবে দ্রুতই সকলকে নিয়ে বসব।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102