(রাজু আহমেদ) স্টাফ রিপোর্টার রাজবাড়ী :
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ায় মেঘলা আক্তার আড়াই বছরের এক শিশু বাড়ীর পাশে ডুবার পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
৯ অক্টোবর সকাল ৯ ঘটিকায় সময় উপজেলার চর দৌলতদিয়া সিরাজ খাঁর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হবিবর শেখের মেয়ে।
স্থানীয় তোফা শেখ বলেন শিশু মেঘলার মা বাড়ীতে কাঁথা সেলাইয়ের কাজে ব্যাস্ত ছিলো। এ ফাকে শিশুটি বাড়ীর পাশে ডোবার পানিতে পড়ে যায়। পড়ে অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে এক পর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
এ বিষয় দৌলতদিয়া ৭ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মো: গফুর খান শিশুটির পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।