April 1, 2025, 11:46 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

রাঙ্গুনিয়ায় গুড়িয়ে দিল অবৈধ ব্রিকফিল্ড : জরিমানা আদায়

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, February 12, 2025
  • 39 দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
রাঙ্গুনিয়ার অবৈধভাবে ইটভাটা পরিচালনা, পাহাড় কাটা ও টপ সয়েল কেটে আবাদী কৃষি জমি ধ্বংসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বেতাগী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপেজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। অভিযানকালে মেসার্স কেবিএম ব্রিকস এর চিমনী ও কিলন আংশিক গুড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মেসার্স কেএমআর ব্রিকস নামে অপর একটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা।

এদিকে অভিযানকালে হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। তারা জানান, হামলায় এহসান নামে একজন স্কেভেটর চালক আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি নিচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার জনাব মো. আশরাফ উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান জানান, বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় অনুমোদনহীন ইটভাটা পরিচালনায় পরিবেশ ধ্বংসকারী ড্রাম চিমনি দ্বারা ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করায় একটি ইটভাটার ক্ষতিকর ড্রাম চিমনি ধ্বংস করা হয়। এছাড়াও একই এলাকায় অবৈধ ভাবে পাহাড় কেটে ধ্বংস করা, জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার ও কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে একটি ইটভাটাকে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ছয় লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পরিবেশ রক্ষায় প্রশাসন এর এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102