চাইথোয়াইমং মারমা : রাঙামাটি তে ৩ দিন ব্যাপী পৌরসভার সেবা সপ্তাহ ও চিকিৎিসা ক্যাম্প প্রধান অতিথি হিসাবে উদ্ভোধন করেন রাঙামাটি ৩ দিন ব্যাপী পৌরসভার সেবা সপ্তাহ ও চিকিৎসা ক্যাম্প জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান । ২৬ নভেম্বর মঙ্গলবার পৌরসভার আয়োজনে সার্বিক সহায়তা সহযোগিতায় এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রাম। পৌরপ্রশাসক নাসরিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,ড.এসএম ফরহাদ হোসেন পুলিশ সুপার রাঙামাটি ,ডা: নুয়েন খীসা সিভিল সার্জন রাঙামাটি ও ডা: মো: তারিক বিন আব্দুর রশিদ সিনিয়ার কনসালটেন্ট চট্টগ্রাম।
একদিন ব্যাপী চিকিৎসা সেবায় ওজন-ডায়বেটিস ,প্রেসার ,পালস ইত্যাদি বিনামুল্য চেকআপ করা হয়।পরে ৬জন এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রাম এর মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা দেয়া হয়। এভার কেয়ার হাসপাতাল ডা: মো: তারিক বিন আব্দুর রশিদ সিনিয়ার কনসালটেন্ট, ডা:খুরশিদ আলম,ডা:নাসির উদ্দীন,ডা:ফাহমিদা আকতার ও ডা:ইফতেখতার আলম সকাল ১০ ঘটিকা হতে বিকাল ঘটিকা প্রচুর রোগীর চিকিৎসা দেয়া হয়।
এইদিকে পৌরসভার সেবা সপ্তাহ উপলক্ষে পৌরকর আদায়,পৌরএলাকার ময়লা আর্বজনা,গরু-ছাগল বহুমুখী সেবার পরামর্শ দেয়া হয় । এছাড়া বিভিন্ন পৌরশহরে উন্নয়ন মুলক কাজের পৌরবাসীকে ধারনা দেয়া হয়। প্রচুর দর্শকের উপস্থিতি দেখা গেছে।এবং ৮টি ষ্টলে পৌরবাসীকে পরামর্শসহ পুর্বের ওয়ার্ড ভিক্তিক রেশন কার্ড জমা নেয়া হয় । যাতে একটি পরিবারে একটি কার্ড দেয়া হবে । তিনদিন ব্যাপী পৌরসভা সেবা সর্ম্পকে আরো অধিক পরামর্শ দেয়া হবে পৌর কতৃপক্ষ জানিয়েছে।প্রথমদিনে প্রচুর সেবাপ্রাপ্তীদের সমাগম হয়েছে ।