December 22, 2024, 9:54 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

যেভাবে সহজে বানাবেন গরুর মাংসের কালা ভুনা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, June 28, 2023
  • 110 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা রাঁধতে চাইলে অনেকগুলো মসলার প্রয়োজন হয়। সবসময় এগুলো হাতের কাছে থাকে না। ঈদে তাই কম মসলার সাহায্যে ঘরোয়া উপায়ে রান্না করে ফেলতে পারেন গরুর মাংসের কালা ভুনা। খাসির মাংসও রান্না করা যায় একইভাবে।

হাড় ও চর্বিসহ ২ কেজি মাংস নিন রান্নার জন্য। মাঝারি সাইজ করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে সরাসরি নিয়ে নিন রান্নার হাঁড়িতে। এখন মসলা মেশানোর পালা। ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দেড় টেবিল চামচ জিরার গুঁড়া, ১ টেবিল চামচ রসুন বাটা, ২ টেবিল চামচ আদা বাটা, আধা চা চামচ গরম মসলার গুঁড়া, ১ কাপ পেঁয়াজ বেরেস্তা, ১ কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ সরিষার তেল, ৩টি তেজপাতা, ৮টি এলাচ, ৪ টুকরো দারুচিনি, ৬টি লবঙ্গ ও ২৪-২৫টি আস্ত গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নিন মাংস। মসলামাখা মাংস ১ ঘণ্টার জন্য ঢেকে রাখুন।

উচ্চতাপে চুলায় বসিয়ে দিন মাংসের হাঁড়ি। ৫ মিনিট ঢেকে রান্না করুন। এর মধ্যে মাংস পানি ছেড়ে দেবে। চুলার আঁচ মাঝারি করে মাংস নেড়ে দিন। লো মিডিয়াম আঁচে ঢেকে দিন মাংসের হাঁড়ি। ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন। এভাবে নেড়ে ও ঢেকে রেখে রান্না করুন মাংস। চেষ্টা করুন মাংস থেকে বের হওয়া পানিতেই মাংস সেদ্ধ করে নিতে। তবে যদি খুব প্রয়োজন হয় তাহলে সামান্য পানি দিতে পারেন। লো আঁচে নেড়েচেড়ে কষিয়ে রান্না করুন। কষাতে কষাতে কালচে হয়ে যাবে মাংস। এই পর্যায়ে মসলা নিচে লেগে যাওয়ার ঝুঁকি থাকে। ফলে খুব অল্প অল্প করে গরম পানি দিতে পারেন। নাড়তে হবে অনবরত।

বাগাড়ের জন্য একটি প্যানে আধা কাপ সরিষার তেল নিয়ে চুলায় বসান। তেলের মধ্যে কয়েকটি শুকনা মরিচ, দেড় টেবিল চামচ রসুন কুচি ও আধা টেবিল চামচ আদা কুচি ভেজে নিন। ভাজা হয়ে গেলে মাংসের মধ্যে ঢেলে দিন মিশ্রণটি। নেড়ে মিশিয়ে নিন। আধা চা চামচ গরম মসলার গুঁড়া ও কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিয়ে নেড়ে নিন। ৫ মিনিট ঢেকে রাখুন একদম কম আঁচে। নামিয়ে পরিবেশন করুন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102