July 9, 2025, 7:14 pm
ব্রেকিং নিউজ
শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের সড়কে ইশরাক সমর্থকদের অবস্থান

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, May 21, 2025
  • 46 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
আদালতের নির্দেশ অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে রাজধানীর হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয় এলাকা অবরোধ করে সড়কে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকরা।

পুর্ব ঘোষণা অনুযায়ী, আজ বুধবার সকাল ১০টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন এই কর্মসূচি পালন করছেন তারা।ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এদিকে, এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী সমিতি। নগর ভবনের সামনে কর্ম বিরতি পালন করছেন তারা। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম, ময়লা পরিবহন কার্যক্রম, নাগরিক বিদ্যুৎ সরবরাহ বন্ধসহ সকল ধরনের নাগরিক সেবা বন্ধের কর্মসূচি পালন করছেন তারা।

আল্টিমেটামের পর সকাল থেকেই নতুন এই কর্মসূচির ফলে কার্যত ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ, কাকরাইল, হাইকোর্ট মোড়, সচিবালয়সহ প্রধান প্রধান সড়ক অচল হয়ে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষও বাড়ছে। দাবি আদায়ে রাস্তা আটকে স্লোগান দিচ্ছেন তারা।

এ নিয়ে টানা সপ্তম দিনের মতো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা।

আন্দোলনকারীরা বলছেন, জনগণের ভোটের রায় শেখ হাসিনা ছিনিয়ে নিয়েছিলো। আদালতের রায়ে ভোটের মর্যাদা ফিরে পেলেও ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না।

এদিকে কর্মসূচি নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের কড়া নির্দেশনা দিয়েছেন ইশরাক হোসেন। নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।’

এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।

আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এদিন ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন।এরপরই নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নির্দেশনা দেন ইশরাক।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102