July 9, 2025, 11:44 am
ব্রেকিং নিউজ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা খুলনা প্রেসক্লাব থেকে বেরিয়ে শুনি প্রেস সচিব অবরুদ্ধ: ফয়েজ আহম্মদ

মৌলভীবাজারের চার সীমান্ত দিয়ে ৮৩ জনকে পুশইন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, July 4, 2025
  • 8 দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার জেলার চার সীমান্ত এলাকা- পাল্লাথল, কাকমারা, ধলাই ও মুরইছড়া দিয়ে নারী-শিশুসহ ৮৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৪৮ জনকে পুশইন করে বিএসএফ। একইদিন শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জন, কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ৫ এবং কমলগঞ্জের ধলাই সীমান্ত দিয়ে আরও ৭ জনকে পুশইন করা হয়।

পুশইনের পর বড়লেখার পাল্লাথল পুঞ্জি এলাকায় ঘোরাঘুরি করছিলেন ওই ৪৮ জন বাংলাদেশি। সেখান থেকে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি) আটক করেন। আটকদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে। তারা যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে বিজিবি নিশ্চিত করে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে আটকরা সবাই বাংলাদেশি বলে বিজিবি নিশ্চিত হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবি তাদের বড়লেখা থানায় হস্তান্তর করে। আটকরা জানান, তাদের মধ্যে কেউ চিকিৎসার জন্য, কেউবা কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতের পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, পাল্লাথল পুঞ্জি এলাকা থেকে নারী-শিশুসহ ৪৮ জনকে আটক ও থানায় হস্তান্তর করা হয়েছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আমরা তাদের স্বজনদের খবর দিয়েছি। স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যে অনেকেই পরিবারের জিম্মায় বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে পুশইনের শিকার ২৩ জনকে উদ্ধার করে স্থানীয় বিওপি ক্যাম্পে নিয়ে বিজিবি জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে ৯ জন শিশু, ৯ নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

শ্রীমঙ্গল ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, আটকদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের আত্মীয়-স্বজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হবে। শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরেছি কিন্তু আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102