নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় কলেজের অনিয়ম দুর্নীতির অভিযোগে কলেজ প্রধানের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার দুপুরে মোহনগঞ্জ সরকারি কলেজের ক্যাম্পাসে তারা এই কর্মসূচি পালন করে। এসময় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের দুর্নীতির চিত্র তুলে ধরে অধ্যক্ষ প্রফেসর আবুল হোসেন চৌধুরীর পদত্যাগ দাবি করেন।
মানববন্ধনকারীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির ফিরিস্তি তুলে এগুলোর সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে, এই কর্মসূচিতে কলেজের আভ্যন্তরীণ শ্রেণি উন্নয়ন পরীক্ষা বাদ দিয়ে ওই শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেয়।
কলেজের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সিনিয়র প্রভাষক বিজয় কুমার রায় সাধারণ শিক্ষার্থীদের দাবী যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, আমরা বলেছি তাদের দাবিগুলো আমাদের কাছে দিতে। প্রিন্সিপাল স্যার নেই। তিনি আসলে আমরা দাবিগুলো তুলে ধরে সেগুলোর যাচাই-বাছাই করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে দাবি জানাবো। আমরা আজ শিক্ষার্থী নির্বাচন পরীক্ষা নিতে চেয়েছিলাম তারা এটাও নিতে দেয়নি।