মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি দুষ্কৃতি বাহিনীর কারণে অতিষ্ঠ এলাকাবাসী আইন প্রয়োগকারি বাহিনীর হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে বহরবুনিয়া ইউনিয়নের কলেজবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাষ্টার নুর মোহাম্মদ মল্লিক, যুবদল নেতা সায়েদুল মল্লিকের নেতৃত্বে স্থানীয় শতাধিক ভুক্তভোগী প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বিএনপি নেতা নুরুজ্জামান মল্লিক, বিধান চন্দ্র তালুকদার, গৌরঙ্গ মন্ডল, আব্দুল লতিফ হাওলাদার, সুফিয়া বেগম, মিনারা বেগম ও মো. লাভলু কাজী বক্তৃতা করেন।
তারা বলেন, গত ৫ আগষ্টের পর থেকে একটি বাহিনী এলকায় জুলুম, অত্যাচার, ঘের দখল, চাঁদাবাজি ও মারপিটের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। স্থানীয় এক যুবকের নেতৃত্বে অস্ত্রধারী ডাকাতরা যুক্ত হয়ে এলাকায় মহড়া দিচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীরা আরও বলেন, ওই বাহিনীর বিরুদ্ধে ইতোমধ্যে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো প্রকার প্রতিকার পাওয়া যায়নি।