মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে মাংস ও সবজি বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।রবিবার (৩ নভেম্বর) স্পেশাল টাস্ক ফোর্স কমিটি ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মেহেরপুর হোটেল বাজার ও সদর উপজেলার আমঝুপি বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আমঝুপি বাজারে অতিরিক্ত দামে মাছ বিক্রির অপরাধে সিদ্দিকুর রহমান নামের এক মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম।
লেফটেন্যান্ট রাবেয়ার নেতৃত্বে এতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, স্যানিটারি ইন্সপেক্টর, খাদ্য অফিসার, কৃষি বিপণন অফিসার, মৎস্য অফিসার ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।