December 22, 2024, 5:00 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

মেঘনা গ্রুপের নতুন ৭ প্রতিষ্ঠান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, November 20, 2022
  • 149 দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি
২০ নভেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমেযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্বোধনকৃত ৫০টি প্রতিষ্ঠানের ১৪টি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর প্রতিষ্ঠিত ইকোনমিক জোন-গুলোতে অবস্থিত। এর মধ্যে ৭টি বিদেশী প্রতিষ্ঠান এবং বাকী ৭টি এমজিআই-এর মালিকানাধীন।
উদ্বোধনকৃত এমজিআই-এর প্রতিষ্ঠানগুলোতে এখন পর্যন্ত বিনিয়োগ হয়েছে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং ইতিমধ্যে কর্মসংস্থান হয়েছে প্রায় ৩০০০ লোকের।

এমজিআই-এর মালিকানাধীন অর্থনৈতিক অঞ্চল মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড)-এএই উদ্বোধন উপলক্ষে ছিলো বিশেষ আয়োজন। এমআইইজেড-এর এই আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বেজা-এর নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মো. আলী আহসান, নারায়ণগঞ্জ-এর সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ-এর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার), এমজিআই-এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তায়েফ বিন ইউসুফ, এমজিআই-এর সম্মানিত চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল, এবং বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিবৃন্দ।

মেঘনা ইন্ডাষ্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) ১২৩ একর জমির উপর প্রতিষ্ঠিত। ২০১৭ সালে চূড়ান্ত লাইসেন্স প্রাপ্তির পর এই জোন-এ অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, চীন, নরওয়ে, সুইজারল্যান্ড ও ভারতের বিনিয়োগকারী কর্তৃক মোট ১১টি বিদেশী প্রতিষ্ঠান এবং দেশীয় ১১টি শিল্প প্রতিষ্ঠান সহ মোট ২২টি শিল্প ইতোমধ্যে স্থাপিত হয়েছে।

জোন এবং জোনভুক্ত শিল্পে এই পর্যন্ত মোট দেশীয় বিনিয়োগ হয়েছে ৪৭০ মিলিয়ন মার্কিন ডলার এবং ঋউও হয়েছে ১১০ মিলিয়ন মার্কিন ডলার। এই অর্থনৈতিক অঞ্চলে মোট ৯৫০০ লোকের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ৯৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, জার্মানি, মায়ানমার, কোরিয়া, ফ্রান্স, ইতালি, কানাডা, স্পেন, নেদারল্যান্ড-এ রপ্তানি হয়েছে।

এছাড়া আমেরিকা, জার্মানি ও ইতালি-এর কয়েকজন বিনিয়োগকারী এই জোন-এশিল্প প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেছে। পরিবেশবান্ধব এই অর্থনৈতিক অঞ্চল একটি দৃষ্টিনন্দন মনোরম স্থাপনা। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ইত্যাদি এই জোন-এ যথাযথ ভাবে দায়িত্ব পালন করায় বিনিয়োগকারীদের আস্থা অর্জন সম্ভব হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102