মমিনুল ইসলাম মোল্লা,মুরাদনগর (কুমিল্লা):
মাত্র ৮ বছর বয়সে পুরো কুরআন হিফজ করে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছে হাফেজ সাইদুল ইসলাম। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইড়া বড় বাড়ী দারুল কুরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার ছাত্র।
শিশু সাইদুল ৫ মাস ১৮ দিনের মধ্যে পূর্ণ কুরআন মুখস্থ করে ফেলে সবাইকে চমকে দেয়। তার এই কীর্তিতে পরিবার, মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী গর্বিত।
মাদ্রাসার প্রধান হাফেজ ক্বারী _______ (যদি নাম থাকে) জানান, “সাইদুল খুবই মনোযোগী ও অনুপ্রাণিত ছাত্র। তার এই সাফল্যে আমরা গর্বিত।”
এলাকাবাসী আশা করছেন, এভাবে নিয়মিত উৎসাহ দিলে আগামীতে আরও অনেক শিশু কুরআনের আলোয় আলোকিত হবে।