কুমিল্লা প্রতিনিধি:=
সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনায় মুক্তিযুদ্ধারা বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয় বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন, মুক্তিযুদ্ধও স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক বাংলার আলোড়ন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা এসব কথা বলেন।
তারা বলেন, ১৯৭১ সালে বাঙ্গালী জাতির অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য সশস্ত্র যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। এ দেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। জীবন বাজিরেখে লড়াই করে দেশকে শক্রুমুক্ত করে স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫০ বছর পর এখন একটি প্রধান প্রশ্ন হল, আর কত পথ অতিক্রম করলে আমরা মুক্তিযুদ্ধের লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারব। চারপাশে এখন দেখা যায় ব্যক্তিস্বার্থ উদ্ধারের তুমুল লড়াই। এটা শুভ লক্ষণ নয়। আমাদের চারপাশে মানবিক মূল্যবোধের চর্চায় ব্যাপক অনীহার বিষয়টি পীড়াদায়ক। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এ দেশের মানুষের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার বহুমুখী পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা না হলে তারা বিভ্রান্ত হতে পারে।
সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার প্রধান উপদেষ্টা এবং দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বীরমুক্তিযোদ্ধাদ্বয়কে গলায় ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম, ও যুদ্ধকালিন কোতয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা খাদেম মোহাম্মদ ফিরোজ, সমাজসেবক আবুল হোসেন, মুক্তিযুদ্ধের গবেষক, লেখক সাংবাদিক মোতাহার হোসেন মাহাবুব, কবি শিপন হোসেন মানব,কবি-সেলেমি, সমাজকর্মী আজাদ সরকার লিটন, সাংবাদিক রবিউল বাশার খান,সাংবাদিক জামাল উদ্দিন দামাল,সাংবাদিক কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার।
এদিকে অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন হাফেজ আবদুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারন সম্পাদক মনির হোসেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলামকে ফুলেল মালা পরিয়ে দেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার,সাংবাদিক নেকবর হোসেন,সাংবাদিক কামরুজ্জামান। বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিনকে মালা পরিয়ে দেন সাংবাদিক রবিউল বাশার খান,সাংবাদিক ম্যাক রানা,সাংবাদিক ফেরদৌস মিঠু এবং কবিতা পাঠ করেন অগ্নিকণ্যা কবি রোকসানা আক্তার সুখি
।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার,সাংবাদিক রাজিব সাহা,নারায়ন কুন্ড,সাংবাদিক মাইনুল হাসান,সাংবাদিক শরিফুল ইসলাম সুমন,সাংবাদিক শাহিন আলম প্রমুখ। আলোচনা সভার শেষে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানাঃ আবু হানিফ।