অনলাইন ডেস্ক:
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে স্বাধীনতার ৫৪ বছর এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। গত মঙ্গলবার (১৮ মার্চ) মঙ্গলবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এর সেমিনার হল কাকরাইল ঢাকায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ রবিউল হোসেন রবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টামন্ডলীর সদস্য ও বাংলাদেশ এমবিএ এসোসিয়েশন (ম্যাব) এর প্রেসিডেন্ট সৈয়দ আলমগীর এমবিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডাঃ মোঃ আনিসুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও বিশিষ্ট কলামিস্ট প্রফেসর আকবর সিরাজী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরউদ্দিন মিয়া, বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, সারিয়াকান্দি সোনাতলা উন্নয়ন পরিষদ, ঢাকা এর সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান আকন্দ এবং জিয়া পরিবারের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান দিপু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ইদ্রিস আলী। আলোচনায় অংশগ্রহণ করেন গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বগুড়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদের, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সাবেক মহা ব্যবস্থাপক সাবেক ছাত্রনেতা ইয়াকুব খান দুলাল, বিশিসস্ট আইনজীবি কে এম আশরাফ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মোঃ রমিজ উদ্দিন রুমি এবং বিশিষ্ট কবি ও সাংবাদিক মো. সাহিদুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মোশাররফ হোসাইন রাজু।