অনলাইন ডেস্ক:শনিবার সকালে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ২ হাজারেরও বেশি। তবে USGS-এর বিশ্লেষণে বলা হয়েছে, মিয়ানমারের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত হতে পারে। প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত না হলেও এটি সত্য হওয়ার সম্ভাবনা প্রায় ৩৫%।
অর্থনৈতিক ক্ষতির শঙ্কাদেশটিতে ভূমিকম্পে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন ডলার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যা মিয়ানমারের মোট দেশজ উৎপাদনের (GDP) পরিমাণকেও ছাড়িয়ে যেতে পারে।