বিনোদন ডেস্ক:
আগের জন্মদিনগুলোতে পরী শুধু তার নানাকে নিয়ে কেক কাটতেন, এবার কেক কাটলেন নানাসহ স্বামী-সন্তানকে নিয়ে। যদিও কেক কাটতে কাটতে ঘড়ির কাঁটায় ছাড়িয়ে গিয়েছিল রাত ১২টার ঘর।
জীবনের নানা বাঁক বদলের সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছেন পরীমনি। নানা রকমের অনুভূতিকে সঙ্গে নিয়ে পার করেছেন অনেকগুলো বছর। ২০২২ এর জন্মদিনে নতুন অনুভূতি ধরা দিয়েছে পরীমনির জীবনে।
ঢাকাই সিনেমার আলোচিত এ অভিনেত্রীর জন্মদিন ছিল সোমবার। আগেরবারগুলোর মতো পরীর জন্মদিনে ছিল না দুরন্তপনা, ছিলেন শান্ত, ধীর-স্থির।
পরীর সঙ্গে ছিলেন স্বামী শরিফুল রাজ। আর সবচেয়ে বড় উপহার তাদের প্রথম ও একমাত্র সন্তান রাজ্য ছিল পরীর কোলে।আগের জন্মদিনগুলোতে পরী শুধু তার নানাকে নিয়ে কেক কাটতেন, এবার কেক কাটলেন নানাসহ স্বামী-সন্তানকে নিয়ে। যদিও কেক কাটতে কাটতে ঘড়ির কাঁটায় ছাড়িয়ে গিয়েছিল রাত ১২টার ঘর।
বিলম্বিত কেক কাটার পর পরী নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘মা পরীর প্রথম জন্মদিন, পরিপূর্ণ জন্মদিন।’
আয়োজনে ছিল বেশ কিছু চমক। জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় পরীমনি অভিনীত অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমার গান।
পরীমনির কাহিনীতে একটি অডিও-ভিস্যুয়াল প্রদর্শন করা হয়। যেখানে পরী তার স্বামী রাজকে পাশে থাকার জন্য আনুষ্ঠানিক ধন্যবাদ জানান। সবশেষে ছিল একটি নৃত্য পরিবেশনা।