April 3, 2025, 7:56 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

মায়ামিকে ম্যাচ জিতিয়ে যা বললেন মেসি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, July 22, 2023
  • 105 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে শুরুটা দারুণ ভাবেই করেছেন লিওনেল মেসি। ড্র হতে যাওয়া ম্যাচ এক মুহূর্তেই নিজের করে নিয়েছেন এই ফুটবল যাদুকর। তার অন্তিম সময়ের গোলেই নাটকীয় এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচ শেষে মেসির কণ্ঠেও শোনা গেল আত্মতৃপ্তির সুর।

শনিবার ভোরে নিজের অভিষেক ম্যাচেই ইন্টার মায়ামিকে দারুণ এক জয় এনে দেন মেসি। তার ফ্রিকিকেই দেড় মাসের মাঝে প্রথম জয় নিশ্চিত করে ক্লাবটি। বদলি নেমেও দারুণ নৈপুণ্যের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন আর্জেন্টাইন লিটল ম্যাজিশিয়ান।

ম্যাচ শেষে মেসির কণ্ঠেও শোনা গেলো আত্মতৃপ্তির সুর, ‘এটা আমাদের জন্য দারুণ একটা ম্যাচ ছিল। আমরা এমন একটা শুরুই চেয়েছিলাম, আমাদের সমর্থকদের একটা জয় উপহার দিব।’

তিনি বলেন, আমরা এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাতে চাই। জয় দিয়ে এই প্রতিযোগিতা শুরু করা আমাদের জন্য দরকার ছিল। আর এ ব্যাপারে আমরা বেশ খুশি।

নিজের অভিষেক ম্যাচেই জয়সূচক গোল নিয়েও উচ্ছ্বসিত এই আর্জেন্টাইন। তিনি আরও বলেন, ‘সবসময়ের মতোই আমি চেষ্টা করেছি। ভাগ্য ভালো, এটা রক্ষণ দেয়াল ভেদ করে জালে জড়িয়েছে। আর গোলরক্ষকও সময়মতো সেখানে যেতে পারেনি। আমাদের সময় যেভাবে যাচ্ছিল, তাতে এটা অনেকদিন পর আমাদের আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে। আত্মবিশ্বাস ফিরে পেতে আমাদের জয় পাওয়া শুরু করতে হবে।’

ম্যাচ শেষে নিজের তরুণ সতীর্থ ইয়ান ফ্রেইকে জয় উৎসর্গ করেছেন ইন্টার মায়ামির নতুন এই অধিনায়ক বলেন, ‘আমি এই জয়টা ইয়ানকে উৎসর্গ করতে চাই, যে কিনা ইঞ্জুরির কারণে লকার রুমে অবস্থান করছে। সে খুবই তরুণ একজন ছেলে অথচ দুইবার গুরুতর ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছে। আর আমি আশা করি সে খুব দ্রুতই সেরে উঠবে।

সাক্ষাৎকারে আরও একবার উঠে এসেছে মায়ামি প্রসঙ্গ। মেসি জানান, এই শহরেই তিনি খুশি, এখানে আসতে পেরে খুবই খুশি। আমি আমার পরিবারের সঙ্গে আলাপ করে এই জায়গা বেছে নিয়েছি। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই। আর আশা করি, তার পুরোটা বছর আমাদের এভাবেই সমর্থন জানাবেন।’

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102