July 9, 2025, 6:46 pm
ব্রেকিং নিউজ
শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

মাদারগঞ্জে গ্যাস কূপের খনন শুরু, দিনে মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, January 24, 2025
  • 46 দেখা হয়েছে

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধান কূপ খনন উদ্বোধন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম শুক্রবার এ খনন কাজ উদ্বোধন করেন। ১৬৭ কোটি টাকা ব্যয়ে এ খনন কাজ করবে বাপেক্স। প্রত্যাশানুযায়ী গ্যাস মিললে এ কূপ থেকে দৈনিক গড়ে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৭ সালে উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করা হয়। সেই কাজটি পায় আজারবাইজানের প্রতিষ্ঠান সকার। তবে খনন কাজ শেষ না করেই চলে যায় প্রতিষ্ঠানটি। এমতাবস্থায় দীর্ঘ সাত বছর পর জামালপুর-১ নামে কূপটির খনন কাজ শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে সচিব সাইফুল ইসলাম বলেন, আনুমানিক চারটি কূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায়। প্রাথমিকভাবে এখানে ৪০০ বিসিএফ গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। সেই হিসাবে প্রতিদিন এখান থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এখানে গ্যাস পাওয়া গেলে আশপাশে আরও কূপ খনন করা হবে। এতে স্থানীয়দের জীবনমান উন্নত হবে।

বাপেক্স কর্মকর্তারা জানান, জামালপুর-১ অনুসন্ধান কূপটির গভীরতা দুই হাজার ৮০০ মিটার। এই কূপে গ্যাস পাওয়া গেলে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ হবে ২৮০ বিসিএফ, ভোক্তাপর্যায়ে যার মূল্য ১৬ হাজার ৬৫২ কোটি টাকা। ২০২৫ সালের এপ্রিল মাসে খনন কার্যক্রম সম্পন্ন হবে। গ্যাস পাওয়া গেলে উত্তোলন করা যাবে ২৫ থেকে ৩০ বছর।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102