July 9, 2025, 11:18 am
ব্রেকিং নিউজ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা খুলনা প্রেসক্লাব থেকে বেরিয়ে শুনি প্রেস সচিব অবরুদ্ধ: ফয়েজ আহম্মদ

মাদক ও মোবাইল চুরি নিয়ে সংঘর্ষ, কুমিল্লার মুরাদনগরে রক্তাক্ত পরিণতি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, July 3, 2025
  • 11 দেখা হয়েছে

মমিনুল ইসলাম মোল্লা মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের কড়ই বাড়ি গ্রামে মাদক ব্যবসায়ী সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে। এসময় রুবির আরেক মেয়ে রুমা আক্তার গুরুতর আহত হন এবং তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন-চার দিন আগে এক মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে রুবি আক্তার ও তার পরিবারের সঙ্গে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় রুবি ও তার ছেলে কয়েকজনকে মারধর করেন। এরই জেরে বৃহস্পতিবার সকালে করইবাড়ি গ্রামের উত্তেজিত এলাকাবাসী একত্র হয়ে রুবির বাড়িতে হামলা চালায়। বেধড়ক মারধরের ফলে ঘটনাস্থলেই মারা যান রুবি, রাসেল ও জোনাকি।

এলাকাবাসীর দাবি, রুবি বেগম ও তার পরিবার মাদক ব্যবসা, প্রতারণা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগও আছে রুবির বিরুদ্ধে।

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন জানান, “নিহতদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা ছিল। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। যারাই এতে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের লাশ থানায় নিয়ে যায়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102