ভালুকা প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক ও দপ্তরি নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় দুই যানের চালকসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার গোয়ারী দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সামনে ভালুকা-গফরগাঁও আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ৬ নম্বর ইউনিয়নের ভালুকা গ্রামের মৃত আজগর আলীর ছেলে ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক দপ্তরি লাল মিয়া (৩০) ও তার মামী কাঁঠালী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রোকেয়া আক্তার (৬০)।
আহতদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা (২৫), তার মামী তৈয়ব আলীর স্ত্রী জোৎস্না আরা (৪৮) ও অটোরিকশা চালক রোমান (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ও দুই মামীকে নিয়ে অসুস্থ খালাকে দেখতে অটোরিকশাযোগে শ্রীপুর উপজেলার কাউরাইদ গ্রামে যাচ্ছিলেন লাল মিয়। অটোরিকশাটি গোয়ারী দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ লাল মিয়া। আহত হন মাইক্রোবাস ও অটোরিকশার চালকসহ চারজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া আক্তার মারা যান।
ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান জানান, ‘মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। হাসপাতাল থেকে মাইক্রোবাসের চালক পালিয়ে গেছে।’