সুমন হোসেনঃমহেশপুর ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক পিস্তল ও ম্যাগজিনসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে এ সময় পিস্তলের মালিক রেজাউল ইসলামকে (৫০) আটক করতে পারেনি।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রোববার সকাল ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মৃত খোদাবক্স এক ছেলে রেজাউল ইসলাম ভারত থেকে একটি পিস্তল নিয়ে আসছে। পরে গয়েন্দা তথ্যের ভিত্তিতে সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান শুরু করে। বিজিবির অভিযান টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী রেজাউল ইসলাম নিজ বাড়ীতে একটি অত্যাধুনিক পিস্তল ও ম্যাগজিনসহ ৭ রাউন্ড গুলি ফেলে পালিয়ে যায়। তিনি আরো জানান, পরে বিশেষ দলটি তার বাড়ী থেকে অস্ত্র,ম্যাগজিন ও গুলি উদ্ধার করে নিয়ে আসে।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।