সুমন হোসেনঃমহেশপুর ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও কপোতাক্ষ নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বনাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ,উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিক আহম্মেদ, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম প্রমুখ।
পরে শ্রেষ্ঠ মৎস্যজীবীদের মাঝে বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।