।
সুমন হোসেনঃমহেশপুর ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে সোমবার দুপুরে জেলা পরিষদের অডিটরিয়ামে দুস্থ,অসহায় ও গরীব প্রতিবন্ধীদের মাঝে ব্যাটারী চালিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর প্রতিবন্ধী পুনর্বাসন ফাউন্ডেশনের পরিচালক মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, উপজেলার ১২টা ইউনিয়নের চেয়ারম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মৃধা। সভা পরিচালনা করেন মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম।
সভা শেষে ১০ জন প্রতিবন্ধীদের হাতে ব্যাটারী চালিত হুইল চেয়ার বিতরন করেন।