অনলাইন ডেস্ক:
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন আগামীকাল। ভোট গ্রহণের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। সে লক্ষ্য শুক্রবার সকাল থেকে বিতরণ করা হচ্ছে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ও অন্যান্য উপকরণ। নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জিমনেসিয়াম থেকে ৮টি বুথ থেকে ১২৮ টি কেন্দ্রের নির্বাচনি সামগ্রী বিতরণ করেন সংশ্লিষ্টরা।
জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকাল ৮ টা থেকে ১২৮ টি কেন্দ্রের ৯৯০ টি বুথের জন্য দেড় হাজারের বেশি ইভিএম মেশিন পাঠানো হয়েছে। প্রিজাইডিং অফিসাররা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিজ নিজ কেন্দ্রে যাচ্ছেন।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এজন্য পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭ টি র্যাবের টিম ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
শনিবার ময়মনসিংহ সিটি করপোরেশনে দ্বিতীয় বারের মতো ভোটগ্রহণ শুরু হবে। সকাল ৮টা থকে বিরতিহীন বিকাল ৪টা পর্যন্ত চলবে। এবার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৫ প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন ও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৬৩ হাজার ৮৩২ জন আর নারী ১ লক্ষ ৭২ হাজার ৬৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৯ জন।