ভোলা প্রতিনিধি:
ভোলায় মেঘনা নদীর তীব্র স্রোতে ভাঙনের মুখে সোমবার দুপুরে ইলিশা লঞ্চঘাটের সিসি ব্লক বাঁধ ধসে নদীতে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক শিশু।
নিহত নারী লাইজু বেগম রাজাপুর ইউনিয়নের তছির আহমেদের মেয়ে ও মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে লাইজুসহ এক শিশু জেলে নৌকা থেকে মাছ সংগ্রহের জন্য নদীপাড়ে যান। ওই সময় সিসি ব্লকসহ বাঁধের একটি অংশ ধসে নদীতে বিলীন হয়। এ সময় লাইজুসহ শিশুটি নদী পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা অভিযান চালিয়ে লাইজুকে মৃত অবস্থায় উদ্ধার করে। শিশুটিকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়।
ভোলা সদর থানার ওসি শাহীন ফকির জানান, এর আগেও ওই এলাকায় তিনটি স্পটে বাঁধ ধসে পড়ে। সোমবার এক নারী ও এক শিশু নদীপাড়ে অবস্থানকালে বাঁধ ধসে তারা নদীতে পড়ে যায়। এ সময় ব্লকচাপায় ওই নারী মারা যান বলে ধারণা করা হচ্ছে।