December 22, 2024, 7:12 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

ভেঙে দেওয়া হবে চট্টগ্রাম মহানগর বিএনপির সব কমিটি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, November 15, 2024
  • 67 দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরের সব থানা ও ওয়ার্ড পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী এক সপ্তাহের মধ্যে এসব কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে নগরীর একটি রেস্টুরেন্টে নগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি জানান, চট্টগ্রাম নগর বিএনপিকে শক্তিশালী করতে কমিটি পুনগর্ঠনের নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটি ভেঙে দিয়ে নতুন করে পুনগর্ঠনের কথা বলেছেন। এরপর সর্বসম্মতভাবে মেয়াদোত্তীর্ণ এসব কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মাহবুবের রহমান শামীম বলেন, নির্বাচন উপযোগী প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্পন্ন করা এবং দেশে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি সর্বদা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে। দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনায়ন ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং জনকল্যাণের লক্ষ্যে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই। পলাতক স্বৈরাচারের দোসরদের যে কোনো অপতৎপরতা রুখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সর্বদাই সজাগ ও সক্রিয় রয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও বিএনপির বিরুদ্ধে এখনও নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় শক্তিশালী সংগঠনের বিকল্প নেই।

নগর বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান কমিটির এক নম্বর সদস্য সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশ ও দলের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমাদেরকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন বা অনৈক্য কখনোই দল সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা সংগঠনের কল্যাণ বয়ে আনতে পারে না। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে দলকে এগিয়ে নিতে চলমান ঐক্য যেকোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির ৫১ জন সদস্য প্রথম সভায় উপস্থিত ছিলেন।

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ পরে সাংবাদিকদের বলেন, ‘এতদিন দল পুনর্গঠনের কার্যক্রম ও উদ্দেশ্য ছিল আন্দোলনমুখী। এখন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে নতুন করে কমিটি সাজানো হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এক সপ্তাহের মধ্যে নগরীর ১৫টি থানা ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের কমিটি ভেঙে দেওয়া হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে। আন্দোলন-সংগ্রামে দলের জন্য ত্যাগ স্বীকার করা ও পরীক্ষিতদের অগ্রাধিকার দিয়ে নতুন কমিটি গঠন করা হবে। অপরাধে জড়িত কাউকে কমিটিতে স্থান দেওয়া হবে না।’

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102