লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরের নতুনবাজারের খাজুরতলা এলাকার একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার বেলা ১০টার দিকে ছাদে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটেছে।নিহত শ্রমিকের নাম মো. রানা (৩৫)। তিনি পৌরসভার মধুপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।
নিহতের বন্ধু মো. মাসুদ বলেন, গত কয়েক দিন ধরে রানা কাজ খোঁজ করছিলেন। দুদিন আগেও তিনি তার কাছে আসেন। সোমবার সকালে খাজুরতলায় প্রবাসী জিহাদের ভবনের ছাদের সামনের অংশে কীভাবে রঙ করবেন তা দেখতে রানাকে বলেছিলাম।
কিন্তু রানা ছাদে ওঠার আগেই বিদ্যুতের তাড়ে জড়িয়ে ছাদ থেকে নিচে পড়ে গলায় রড ঢুকে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, ঘটনা শুনেছি। লাশ স্বজনরা তাদের বাড়ি নিয়ে গেছেন। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।