কুমিল্লা প্রতিনিধি:
মঙ্গলবার ১৪ মার্চ রাত ৮টায় “রোজায় ডায়াবেটিস রোগীর চিকিৎসা” ও বিশ্ব কিডনি দিবসের আলোকে ‘Kidney Health for All’ শীর্ষক আলোচনা এবং ডায়াবেটিস সেবা বিস্তারে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘আপনজন সম্মাননা’ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
ব্রাহ্মণপাড়া ও বুড়িচং আসনের সংসদ সদস্য এবং ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি এড. আ.হ.ম তাইফুর আলম ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনারারি কনসালটেন্ট ডা. মোঃ আতাউর রহমান জসীম।বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌসী,
বিশেষজ্ঞ মতামতঃ অধ্যাপক ডা. জামানুল ইসলাম ভূঁইয়া, ইউরোলজিস্ট ও কিডনি সার্জন । অধ্যাপক ডা. মোঃ আবদুল লতিফ, মেডিসিন বিশেষজ্ঞ ।কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা আক্তার, কুমিল্লা মেডিকেল কলেজ কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জহির উদ্দিন।
এদিকে আলোচনা সভার শেষে আপনজন সম্মাননা প্রদান করা হয়।ডা. যোবায়দা হান্নান (মরণোত্তর), প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি এবং মোশাররফ হোসেন খান চৌধুরী, হাসপাতালের জমিদাতা ও শিক্ষানুরাগী । সভাপতি: এড. আ.হ.ম তাইফুর আলম, সহ-সভাপতি, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি, কুমিল্লা ৷
বক্তারা বলেন, ডায়াবেটিক রোগীদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। বিশ্বে ডায়াবেটিক রোগ এখন অনেক বেশি বিস্তার লাভ করেছে। এটা শুধু বয়স্কদের রোগ নয়। সব বয়সেই এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিয়মিত ঔষধ সেবন ও খাদ্যাভাসের মাধ্যমে ডায়াবেটিক নিয়ন্ত্রনে রাখা যায়।
সারাবিশ্বে ডায়াবেটিস রোগ দিন দিন বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণ আমরা অসচেতন। আমরা ডায়াবেটিস রোগ নির্ণয়ে পরীক্ষা পর্যন্ত করায় না। তাই অনেকেই ডায়াবেটিস রোগ আছে বুঝতে পারে না। এ জন্যই আমাদেরকে সুস্থ সবলভাবে বেঁচে থাকতে হলে নিয়মিত ডায়াবেটিস আছে কি-না পরীক্ষা করতে হবে। এবং নিয়মতান্ত্রীক জীবন যাপন করতে হবে। তাহলেই আমরা সুস্থ সবল থাকতে পারব।