March 12, 2025, 4:24 am
ব্রেকিং নিউজ
গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার

বেতাগী রহমানিয়া হাফেজিয়া মাদরাসার দস্তারে ফজিলত প্রদান অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, February 15, 2025
  • 19 দেখা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বেতাগী আনজুমানে রহমানিয়া কর্তৃক পরিচালিত বেতাগী রহমানিয়া হাফেজিয়া মাদরাসার দস্তারে ফজিলত প্রদান অনুষ্ঠান চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহঃ) বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল , বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার বার্ষিক সভা এবং বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৮ তম বার্ষিক সম্মেলন এ দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয় । দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) এর সভাপতিত্বে অনুষ্টিত বেতাগী রহমানিয়া হাফেজিয়া মাদরাসার দস্তারে ফজিলত প্রদান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার শায়খুল হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাত’র কো চেয়ারম্যান হয়রত আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী (মাঃজিঃ আলী) । এবারের দস্তারে ফজিলতে দরবার এ বেতাগী আস্তানা শরীফের মোন্তাজেম ও মেজ শাহজাদা মাওলানা আহমদ উল্লাহ জিয়াউর রহমান আবুশাহ এর পুত্র শাহজাদা কামরুল আরশ মোহাম্মদ মাহমুদুর রহমান জিলান ও মোহাম্মদ ওয়াজেদ ইসলাম কোরআন শরীফ হেফজ সমাপনের জন্য হাফেজ হিসেবে দস্তারে ফজিলত অর্জন করেন ।
দস্তারে ফজিলত প্রদান কালে উপস্থিত ছিলেন পীরে তরিকত মাওলানা শাহ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর বেয়াই কাজী মুহাম্মদ জহুরুল আলম, অধ্যক্ষ হযরত আল্লামা আবু তাহের,অধ্যক্ষ হযরত আল্লামা তৈয়ব আলী, অধ্যক্ষ হযরত মাওলানা ইসমাইল ওসমানী, মাওলানা মুহাম্মদ ফেরদৌস হোসাইন আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আবু জাফর মানিকি, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, হাফেজ মাওলানা আবদুল হাই,মাওলানা সাইফুর ইসলাম নিজামী,মাওলানা কুতুব উদ্দিন , মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মাওলানা হাসান রেজা আজিজি, বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহ, রহমানিয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ ইউনুস।
মাহফিলে উপস্থিত ছিলেন হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন ইমাম শেরেবাংলার বড় সাহেবজাদা পীরেতরিকত হযরতুলহাজ¦ মাওলানা আমিনুল হক আলকাদেরী, লোহাগাড়া দরবার এ হযরত শাহ পেঠান (রহঃ) সাজ্জাদানশীন শাহজাদা দোস্ত মোহাম্মদ কবির, , শাহজাদা মোহাম্মদ হাসান, কদলপুর দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান, ফতেপুর দরবার শরীফের শাহজাদা ফকরে শামসুল আরেফীন, কালুরঘাট সিএন্ডবি ইউনুস ভান্ডার দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ মুছা ( বড় মিয়া), শায়ের মাওলানা ইসহাক, শাহজাদা শাহ আহসান উল্লাহ শাহচান্দঁ, শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ (মাওলানা), বেতাগী আনজুমানে রহমানিয়ার সাধারণ সম্পাদক মোঃ মুফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর,আনজুমানে জলিলীয়া রহমানিয়ার সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ সরওয়ার আযম, মোহাম্মদ আলমশাহ, মোহাম্মদ হাশেম কন্ট্রাকটর, বখতিয়ার সওদাগর, ডাঃ মোহাম্মদ ইউছুফ, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হারুন, মধ্য বেতাগী শাখার সভাপতি মাস্টার দেলওয়ার হোসাইন সাইফু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, মাওলানা হাবিবুর রহমান ফারুক, মাওলানা হারুনুর রশীদ আলকাদেরী, মাওলানা মোরশেদুল আলম মাইজভান্ডারী, মাওলানা হাফেজ আবদুল হাই, হিজরী নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব এনামুল হক সিদ্দীকি, সাংবাদিক মাওলানা আলী আক্কাছ নুরী ,মোহাম্মদ আবদুল্লাহ, শাহজাদা বদরুদ্দিন মোহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি, শাহজাদা হাফেজ কামরুল আরশ মোহাম্মদ মাহমুদুর রহমান জিলান, শাহজাদা এ বিএম সিদ্দিকুর রহমান সাকলাইন । মাহফিল সঞ্চালনা করেন মাওলানা আরিফুর রহমান রাশেদ,মিলাদ কিয়াম পরিচালনা করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের মোন্তাজেম ও মেজ শাহজাদা মাওলানা আহমদ উল্লাহ জিয়াউর রহমান আবুশাহ ।
দেশ জাতি ও মানবতার কল্যাণে হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীর সমৃুদ্ধি উন্নয়ন কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী)।বেতাগী আনজুমানে রহমানিয়ার মাধ্যমে বর্তমানে ২৪ টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102