ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে
মঙ্গলবার (৪ অক্টোবর) শারজার স্থানীয় একটি রেস্টুরেন্টে বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি আরশাদ হোসেন হিরোর সভাপতিত্ব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেমের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী রোশনকে আহ্বায়ক, সহ-সভাপতি জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন, সিরাজদ্দৌলা, বজল আহমেদ, শওকত, ওয়াহিদুল মোস্তাফা, আবছার কুলু, মাহাবুব, হোসেন, সাইফুলসহ কয়েকজনকে নিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন কমিটি গঠন করা হয়।
আগামী ৮ অক্টোবর শনিবার শারজার আল জুবাইয়ের হিরো জাহাঙ্গীরের বাগানবাড়িতে বাদ আসর থেকে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং তোবারক বিতরণের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। দলমত নির্বিশেষে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে।