আলমগীর হোসেন বাচ্চু :
কুমিল্লা বুড়িচং উপজেলায় সরকারি ভাবে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে ভুট্টা, সরিষা ও সূর্যমুখী ফসলের আবাদ বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ২শ ৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার ১১ নভেম্বর সকালে বুড়িচং কৃষি সম্প্রসারণ অফিসে এ প্রণোদনা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, বুড়িচং উপজেলা কৃষি অফিসার মোছা. আফরিণা আক্তার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আতিকুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
২শ ৪০ জন কৃষকের মধ্যে ২০০ জনকে ১ কেজি সরিষা এবং ২০ কেজি সার, ২০ জনকে ২ কেজি করে ভুট্টা এবং ৩০ কেজি সার ও ২০ জনকে ১ কেজি সূর্যমূখী ও ২০ কেজি করে সার বিতরণ করেন।